Ami Tomar Sange Bendhechhi
আমি তোমার সঙ্গে বেঁধেছি
কথা, সুর: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
শিল্পী: বাপ্পা মজুমদার
Rabindranath Tagore
সুরের বাঁধনে
তুমি জানোনা আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে,
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ।
তুমি জানোনা লিখে রেখেছি
তোমার নাম রঙ্গিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি
আমার প্রাণ সুরের বাঁধনে।
তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আমি
অরূপ মূর্তিখানি
[বাঁশরী বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে]-২
[সোনার আভায় কাঁপে তব উত্তরী]-২
গানের তানের সে উন্মাদনে,
তুমি জানোনা আমি তোমারে পেয়েছি
অজানা সাধনে।
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ
সুরের বাঁধনে।