অতীতের কথা গুলো Lyrics | আমিতো ভালা না Lyrics | Atitar Kothagulo Lyrics | Ami To Vala Na Lyrics

অতীতের কথা গুলো Lyrics

আমিতো ভালা না Lyrics

Atitar Kothagulo Lyrics

Ami To Vala Na Lyrics

 

আমিতো ভালা না Lyrics

অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

তুমি আমার স্বপ্ন আশা

তুমি ভালবাসা
তোমারে না পাইলে

এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা

তুমি আমার স্বপ্ন আশা

তুমি ভালবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা

অন্তরে না রাখিলেও

মুখে মুখে

রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

পথে আমি পড়ে ছিলাম

বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন

এতো ব্যাথা দিলে
বন্ধু

এতো ব্যাথা দিলে

পথে আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন এতো ব্যাথা দিলে
বন্ধু এতো ব্যাথা দিলে

জিন্দা থাকতে না ডাকিলেও
জিন্দা থাকতে না ডাকিলেও
মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

মাহাবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জালা
বন্ধু সংসারেতে জালা

মাহাবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জালা
বন্ধু সংসারেতে জালা
দুনিয়ার সবাই ভালা জগতের সবাই ভালা
তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো
মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো

Ami To Vala Na Lyrics

Atitar kothagulo porano sriti gulo
Atitar kothagulo porano sriti gulo
Mone mone raikho
Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

Atitar kothagulo porano sriti gulo
Atitar kothagulo porano sriti gulo
Mone mone raikho
Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

Tumi amar shopno asa tumi bhalobasa
Tomare na paile ei jibon bridha
Bondhu ei jibon bridha

Tumi amar shopno asa tumi bhalobasa
Tomare na paile ei jibon bridha
Bondhu ei jibon bridha

Ontore na rakhile o mukhe mukhe raikho
Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

Pothe ami pore chilam buke tane nile
Buke tane niyae keno eto betha dile
Bondhu eto betha dileগিফ্টের বাস্কেট

Pothe ami pore chilam buke tane nile
Buke tane niyae keno eto betha dile
Bondhu eto betha dile
jinda thakte na dakile o
jinda thakte na dakile o
Moira gelo daiko

Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

Mahabub vabe bole mayer kol e vala
Mayer kol chere dekhi songsarete jala
Bondhu songsare te jala

Mahabub vabe bole mayer kol e vala
Mayer kol chere dekhi songsarete jala
Bondhu songsare te jala

Duniyar sobai vala jogoter sobai vala
Tagoi buke raiko
Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

Atitar kothagulo porano sriti gulo
Mone mone raikho
Ami to vala na vala loiyai thaiko
Ami to vala na vala loiyai thaiko

আমিতো ভালা না লিরিক্স

অতিতের কথা গুলো, পুরানো স্মৃতি গুলো,
মনে মনে রাইখো,
আমি তো ভালা না, ভালো লইয়া থাইকো।।
তুমি আমার স্বপ্ন আসা, তুমি ভালোবাসা,
তোমারে না পাইলে, এই জীবন বৃথা।।
অন্তরেতে না রাখিলে, মুখে মুখে রাইখো।
পথে পড়ে ছিলাম আমি, বুকে টেনে নিলে,
বুকে টেনে নিয়ে কেন, এতো ব্যথা দিলে।।
জিন্দা থাকতে না ডাকিলে, দুরে গেলে ডাইকো।
মাহবুব ভেবে বলে, মায়ের কোলে ভালা,
মায়ের কোল ছেড়ে দেখি, সংসারেতে জ্বালা।।
এই দুনিয়ার সবাই ভালা, তাদের বুকে রাইখো।

 

 

আমিতো ভালা না লিরিক্স ও গানের তথ্য

গানের নাম: আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো

শিল্পী: কামরুজ্জামান রাব্বি

লিরিক্স ও সুর: টিটু পাগল

সংগীত: অংকুর মাহমুদ

লেবেল: Eagle Music Video Station

ধরণ: বাউল গান / লোকসংগীত

 

আমিতো ভালা না: হৃদয় ছোঁয়া এক সরল প্রেমের গান

‘আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটি শিল্পী কামরুজ্জামান রাব্বির কণ্ঠে একটি হৃদয়স্পর্শী লোকগান, যা তার অনন্য গায়কী এবং সরল কথায় শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। গানটির কথা ও সুর দিয়েছেন টিটু পাগল। এটি এমন এক প্রেমের গল্প যেখানে একজন মানুষ নিজেকে ভালোবাসার যোগ্য মনে করে না, এবং প্রিয়জনকে অনুরোধ করে এমন কাউকে বেছে নিতে যে তার থেকে ভালো।

গানের মূল থিমটি হলো আত্ম-অস্বীকৃতি এবং ত্যাগ। এখানে প্রেমিক তার প্রিয়জনের কাছে অতীত স্মৃতিগুলো ধরে রাখতে বলে, কারণ সে নিজেকে ভালোবাসার যোগ্য মনে করে না। একই সঙ্গে, সে প্রকাশ করে যে প্রিয়জনের উপস্থিতি তার জীবনে স্বপ্ন ও আশার মতো। এই গানে জীবনের বাস্তব দুঃখ এবং ভালোবাসার প্রতি গভীর অভিমান ফুটে উঠেছে। বিশেষ করে ‘মায়ের কোলই ভালা, মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জালা’ এই চরণটি গানটির গভীরতা আরও বাড়িয়ে তোলে, যা শ্রোতাদের মধ্যে একটি বিশেষ সংযোগ স্থাপন করে।

 

প্রশ্ন ও উত্তর

১. ‘আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো’ গানটির শিল্পী কে? উত্তর: এই গানটির শিল্পী হলেন কামরুজ্জামান রাব্বি।

২. গানটির লিরিক্স ও সুর কে লিখেছেন? উত্তর: গানটির লিরিক্স ও সুর লিখেছেন টিটু পাগল।

৩. ‘আমিতো ভালা না’ গানটি কোন ধরনের গান? উত্তর: এটি একটি বাউল ও লোকসঙ্গীত।

৪. গানটি কোন লেবেলে প্রকাশিত হয়েছে? উত্তর: গানটি ঈগল মিউজিক ভিডিও স্টেশন (Eagle Music Video Station) লেবেলে প্রকাশিত হয়েছে।

৫. গানটির মূল বিষয়বস্তু কী? উত্তর: গানটির মূল বিষয়বস্তু হলো আত্ম-অস্বীকৃতি, প্রেমিকের বিরহ ও অভিমান এবং জীবনের বাস্তবতা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *