Ami Pothe Pothe Ghuri Lyrics
আমি পথে পথে ঘুরি
ছায়াছবি: মা (১৯৭৮)
কথা: জিয়া হায়দার
সুর: সত্য সাহা
কণ্ঠ: সুবীর নন্দী
Ami Pothe Pothe Ghuri Lyrics
[আমি পথে পথে ঘুরি
আমার নাই যে কোনো ঠিকানা
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না রে আমি নিজেই জানি না]-২
[(আমার) নাইকো রে দিক,নাইকো বিদিক
কোন্ পথ যে হবে সঠিক?]-২
[সেও তো জানি না]-২
আমি এদিক-ওদিক সবদিকে যাই
উল্টো-সোজা সবদিকে যাই
দিক-বিদিকের জ্ঞান যে তবু হলো না
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না রে আমি নিজেই জানি না
আমি পথে পথে ঘুরি
আমার নাই যে কোনো ঠিকানা
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না রে আমি নিজেই জানি না।
[আমার মাথায় আছে একটা খেয়াল পোকা
নেইকো সময়,নেই অসময়
যখন তখন মারে বিষম ধোঁকা]-২
[(তখন) পথিক এ মন বাঁধন,সাধন,
ভালোবাসা,মায়ার শাসন]-২
কিছুই মানে না কিছুই মানে না
[(তবু) কোথায় গেলে মিলবে রে ঠাঁই]-২
কেউ সে খবর একদিনও তো দিলো না
আমার মনের মাঝে বসত কাহার
নিজেই জানি না রে আমি নিজেই জানি না
আমি পথে পথে ঘুরি
আমার নাই যে কোনো ঠিকানা
আমার মনের মাঝে বসত কাহার
[নিজেই জানি না রে আমি]-৩
নিজেই জানি না।