Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics | আমি বাবা মায়ের শত আদরের মেয়ে

Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
শিরোনাম: আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
Title: Ami Baba Mayer Shoto Adorer Meye
কথা/গীতিকারঃ ফারুক কায়সার/আশরাফ মাহমুদ
LYRICIST: Faruk Kaysar, Ashraf Mahmud
সুরকার:রাজীব কেকরা/ধীরাজ/রঘুনাথ
Tuner: Rajib Kekra, Dhiraj, Roghunath
শিল্পী:টীনা সানী/সুষমা শ্রেষ্টা
Singer: Tina, Shusama Shresta
চলচ্চিত্র: মীনা কার্টুন
Film: Meena Cartoon
মিনা কার্টুন গান

Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics

আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চারদেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে,
মুক্তি দেবে…
আমি তো কালকের খুশি আর আশা
আমারও তো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে…
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।

আমি বাবা মায়ের শত আদরের মেয়ে

আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই,
সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চার দেয়ালের মাঝে
কাটে সারা জীবন
তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে,
মুক্তি দেবে…
আমি তো কালকের খুশি আর আশা
আমারও তো সাধ আছে,
আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না,
নিয়ে যাও এগিয়ে…
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই,
সকলের ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *