আমায় যখন তখন বিদেশ যেতে হয় | Amay Jokhon Tokhon Bidesh Jete Hoy
আকাশবাণীর রম্যগীতি
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অসীমা মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে
আমায় যখন তখন বিদেশ যেতে হয়
(ও) আমায় যখন তখন বিদেশ যেতে হয়,
একা যেতে ইচ্ছে করে না।
জোর করে এই চরণ সরাই
মন তো সরে না।
(আমার) একা যেতে ইচ্ছে করে না-
(আমার) একা যেতে ভালো লাগে না।
যখনই দূর কোথাও থেকে ডাক যে আমার আসে
খুশি হওয়ার বদলে যে বুকটা কাঁপে ত্রাসে।
না ঘুমিয়েই রাত কেটে যায়
চোখের পলক পড়েনা –
(আমার) একা যেতে ইচ্ছে করে না-
(আমার) একা যেতে ভালো লাগে না।
সঙ্গে নিতে চাইলে তুমি চাওনা সাথে যেতে
ঘর-সংসার নিয়ে থাকো সুখে আনন্দেতে।
মুশকিলে তে আমি পড়ি, তুমি দরাজ মনে
ব্যস্ত হয়ে থাকো আমার যাবার আয়োজনে।
মুশকিলে তে আমি পড়ি, তুমি দরাজ মনে
ব্যস্ত হয়ে থাকো আমার যাবার আয়োজনে।
আমার মনের কষ্টটা যে
তোমার মনে ধরে না-
(আমার) একা যেতে ভালো লাগে না।