Amay Duniya Theke Churi Kore Lyrics
আমায় দুনিয়া থেকে চুরি করে Lyrics
Song: Amay Duniya Theke
Cast: Amin Khan & Purnima
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Mukhomukhi
Director: Aziz Ahmed Babul
Producer: Sheikh Didarul Hossain Didar
Production: D. M. Filims
Label: Anupam
আমায় দুনিয়া থেকে চুরি করে Lyrics
আমায় দুনিয়া থেকে চুরি করে Lyrics in Bengali
ও ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেন কেউ জানে না আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে
ও ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেন কেউ জানে না আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে
ও ও ও ও ও ও ও
আমার দেহ মাঝে মিশে যাও না তুমি
একই দেহ নিয়ে রবো তুমি আমি
আমার দেহ মাঝে মিশে যাও না তুমি
একই দেহ নিয়ে রবো তুমি আমি
তুমি দূরে গেলে, ও বন্ধু আমার
ফুলের মতই যাবো যে ঝরে
ও ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেন কেউ জানে না আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে
ও ও ও ও ও ও ও
তোমায় দেখার দু’চোখ যেন তোমারই দান
বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ
তোমায় দেখার দু’চোখ যেন তোমারই দান
বেঁচে আছি বুঝি নিয়ে তোমারই প্রাণ
চিরদিনের তরে ও বন্ধু আমার
বেঁধে রেখো তোমার প্রেমডোরে
ও ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেন কেউ জানে না আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে
ও ও ও ও ও ও ও
আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে
যেন কেউ জানে না আমি কোথায় আছি
এমন আপন করে নাও মোরে
ও ও ও ও ও ও ও
Amay Duniya Theke Churi Kore Lyrics
O o o o o o
Amay duniya theke churi kore
Tomar buker vetor rakho vore
Jano keu jane na ami kothai achi
Emon apon kore nau more
O o o o o o
Amay duniya theke churi kore
Tomar buker vetor rakho vore
Jano keu jane na ami kothai achi
Emon apon kore nau more
O o o o o o
Amar deho majhe mishe jao na tumi
Eki deho niye robo tumi ami
Amar deho majhe mishe jao na tumi
Eki deho niye robo tumi ami
Tumi dure gele o bondhu amar
Pholer moto e jabo je jhore
Amay duniya theke churi kore
Tomar buker vetor rakho vore
Jano keu jane na ami kothai achi
Emon apon kore nau more
O o o o o o
Tomay dekhar du-chok jano tomar e dan
Beche achi bhuji niye tomar e pran
Tomay dekhar du-chok jano tomar e dan
Beche achi bhuji niye tomar e pran
Chirodiner tore o bondhu amar
Bedhe rekho tomar prem-dore
O o o o o o
Amay duniya theke churi kore
Tomar buker vetor rakho vore
Jano keu jane na ami kothai achi
Emon apon kore nau more
O o o o o o
Amay duniya theke churi kore
Tomar buker vetor rakho vore
Jano keu jane na ami kothai achi
Emon apon kore nau more
O o o o o o
গানের বিবরণ (Song Details)
বিষয় | তথ্য |
গানের নাম | আমায় দুনিয়া থেকে চুরি করে (Amay Duniya Theke) |
চলচ্চিত্র | মুখোমুখি (Mukhomukhi) |
শিল্পী | এন্ড্রু কিশোর ও কনক চাঁপা |
অভিনয়ে | আমিন খান ও পূর্ণিমা |
গীতিকার ও সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
পরিচালক | আজিজ আহমেদ বাবুল |
প্রযোজনা | ডি. এম. ফিল্মস |
লেবেল | অনুপম |
গান সম্পর্কে (About The Song)
“আমায় দুনিয়া থেকে চুরি করে” বাংলা চলচ্চিত্রের একটি অত্যন্ত জনপ্রিয় এবং কালজয়ী রোমান্টিক দ্বৈত সঙ্গীত। এটি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত “মুখোমুখি” সিনেমার গান। গানটিতে অভিনয় করেছেন সেই সময়ের জনপ্রিয় জুটি আমিন খান ও পূর্ণিমা।
এই গানটির বিশেষত্ব হলো এর অসাধারণ সুর এবং আবেগঘন কথা, যা লিখেছেন এবং সুর করেছেন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের দুই অমর শিল্পী এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা। তাঁদের প্রাণবন্ত গায়কী গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
গানের কথাগুলোতে একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং একে অপরকে সমস্ত দুনিয়া থেকে আড়াল করে নিজের কাছে রাখার আকুতি প্রকাশ পেয়েছে। যুগ যুগ ধরে এই গানটি বাংলাভাষী সঙ্গীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় হয়ে আছে।
গানের লিরিক্স নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ about This Song)
প্রশ্ন: “আমায় দুনিয়া থেকে চুরি করে” গানটির শিল্পী কারা?
উত্তর: গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা।
প্রশ্ন: এই গানটি কোন সিনেমার?
উত্তর: এটি “মুখোমুখি” (Mukhomukhi) সিনেমার গান।
প্রশ্ন: “আমায় দুনিয়া থেকে চুরি করে” গানের গীতিকার ও সুরকার কে?
উত্তর: গানটির কথা ও সুর উভয়ই করেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
প্রশ্ন: গানটিতে কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে দেখা গেছে?
উত্তর: গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং চিত্রনায়িকা পূর্ণিমা।