আমার উমা সামান্যা মেয়ে নয় Lyrics
Amar Uma Samanyaa Meye Noy Lyrics
আমার উমা সামান্যা মেয়ে নয়
আগমনী গান
দুর্গা পূজার গান
আমার উমা সামান্যা মেয়ে নয় Lyrics
আমার উমা সামান্যা মেয়ে নয়!
গিরি তোমারি কুমারী
তা নয়, তা নয়!
স্বপ্নে যা দেখেছি গিরি
কহিতে মনে বাসি ভয়
ওহে কারো চতুর্মুখ, কারো পঞ্চমুখ,
উমা তাঁদের মস্তকে রয়!
রাজরাজেশ্বরী হয়ে
হাস্যবদনে কথা কয়!
ওকে গরুড়বাহন কালোবরণ
যোড়হাতেতে করে বিনয়!
প্রসাদ ভনে মুনিগণে
যোগ-ধ্যানে যাঁরে না পায়,
তুমি গিরি ধন্য, হেন কন্যা-
পেয়েছ কি পুণ্য উদয়!