Amar Sonar Moyna Pakhi (Eto Bochor Pore Aaiya) Lyrics | আমার সোনার ময়না পাখি (এতবছর পরে আইয়া)

Amar Sonar Moyna Pakhi (Eto Bochor Pore Aaiya) Lyrics

আমার সোনার ময়না পাখি (এতবছর পরে আইয়া)

Song: আমার সোনার ময়না পাখি গেছে উড়িয়া । Amar Sonar Moyna Pakhi Gese Uriya
Amar Sonar Moyna Pakhi Gese Oriya
Singer: Samz Vai
Lyrics, Tune, Compose : Samz Vai

 

Amar Sonar Moyna Pakhi (Eto Bochor Pore Aaiya) Lyrics

এতবছর পরে আইয়া দেশে দেখি আমি চাইয়া
আমার সোনার ময়না পাখি গেছে উড়িয়া
আমার হয়না চোখে বিশ্বাস হায়রে থমকে যায়রে নিশ্বাস
অভিনয়টা ভালোই করলো আমার অবুঝ পাইয়া
যে থাকে সে বুঝে হায়রে প্রবাসের কি জ্বালা
ভোলা ভালা কথা কইয়া অন্তর করলো কালা
যার জন্যে দূর প্রবাস থাকি সে কি বুঝলো মোরে
মায়ার বাঁধন ছিন্ন করে গেলো অন্য ঘরে
এতবছর ঘুইরা যখন আমি আইলাম দেশের পরে
পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে
হাইরে পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে ।

পাইসি যতো টাকা মাসে বিলায়সি সব তারে
চাওয়া পাওয়ার ঘাটতি যাতে না হয় সংসারে
বুঝতে আমার হইসে দেরি আমি নয় তার দরকারি
সবই ছিলো স্বপ্ন আমার ছিলাম আমি ঘোরে
যে থাকে সে বুঝে হায়রে প্রবাসের কি জ্বালা
ভোলা ভালা কথা কইয়া অন্তর করলো কালা
যার জন্যে দূর প্রবাস থাকি সে কি বুঝলো মোরে
মায়ার বাঁধন ছিন্ন করে গেলো অন্য ঘরে
এতবছর ঘুইরা যখন আমি আইলাম দেশের পরে
পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে
হাইরে পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে ।

আমার সব ভাইবা ছিলাম তারে একজীবনে
অবলা পাইয়া আমারে দাগা দিলো মনে
সরল চোখে ধুলা দিবি এইটাকে জানে পাখি
থুইয়া গেলি রইলি নারে এই অভাগার টানে
যে থাকে সে বুঝে হায়রে প্রবাসের কি জ্বালা
ভোলা ভালা কথা কইয়া অন্তর করলো কালা
যার জন্যে দূর প্রবাস থাকি সে কি বুঝলো মোরে
মায়ার বাঁধন ছিন্ন করে গেলো অন্য ঘরে
এতবছর ঘুইরা যখন আমি আইলাম দেশের পরে
পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে
হাইরে পাখি আমার পোষ মানলো না অভাগার আদোরে ।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *