Amar Prane Khuje Maijbhandar Lyrics
আমার প্রাণে খুজে মাইজভান্ডার
Amar Prane Khuje Maijbhandar Lyrics
আমার প্রাণে খুজে মাইজভান্ডার
নিন্দ করলে কি ক্ষতি আমার
নিন্দুকেরা নিন্দা কর
নিন্দুকেরানিন্দা করুক
নিন্দা করা স্বভাব তার ।।
কি সে হারাম হল তাল
তালে লোহা পিটে বানায় দা ছুড়ি দোদাল
তালে মাটি পিটে কোড়াল
ভান্ডা বাসন হইল তার ।।
এইতো খোদার তৈরী ঢোল
দুনিয়াময় ছামড়াছানিভিতরে খোল
নানা সুরে বাদ্য বাজে
শুনতে লাগে চমতকার ।।
শোন যত বন্ধুগণ
নিন্দুকেরে তোমরা কভু ভেব না দুশমন
তরিকতের ধুপার মত
ধূয়ে করুক পরিষ্কার ।।
খাদেম রমেশের বাণী
প্রাণ দিয়েছি পীর কদমে
যা করেন তিনি
এসব নিয়ে টানাটানি করা আমার কি দরকার ।।