আমার যা দেবার ছিল Lyrics | Amar Ja Debar Chilo Lyircs
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অসীমা মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে
সাল: ১৯৭৫
আমার যা দেবার ছিল Lyrics
আমার যা দেবার ছিল
সবই তো তোমায় দিয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
ছায়া হয়ে হয়ে পথের সঙ্গ নিয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
যত কথা ছিলো অন্তরে,
সবই তো নিয়েছি গান করে।
কতবার আমি,
কতভাবে তাকে গেয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
সারা রাত জেগে, আকাশ প্রদীপ হয়ে,
দেখেছি তোমায় শুধু দূরে রয়ে রয়ে।
একবারও তুমি চোখ তুলে,
দ্যাখোনি আমায় কাজ ভুলে।
কিছু না পেয়েও আমি,
কতো কী যে তবু পেয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।