আমার যা দেবার ছিল Lyrics | Amar Ja Debar Chilo Lyircs

আমার যা দেবার ছিল Lyrics | Amar Ja Debar Chilo Lyircs

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: অসীমা মুখোপাধ্যায়
শিল্পী: মান্না দে
সাল: ১৯৭৫

 

আমার যা দেবার ছিল Lyrics


আমার যা দেবার ছিল
সবই তো তোমায় দিয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
ছায়া হয়ে হয়ে পথের সঙ্গ নিয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
যত কথা ছিলো অন্তরে,
সবই তো নিয়েছি গান করে।
কতবার আমি,
কতভাবে তাকে গেয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।
সারা রাত জেগে, আকাশ প্রদীপ হয়ে,
দেখেছি তোমায় শুধু দূরে রয়ে রয়ে।
একবারও তুমি চোখ তুলে,
দ্যাখোনি আমায় কাজ ভুলে।
কিছু না পেয়েও আমি,
কতো কী যে তবু পেয়েছি,
তুমি বোঝো নি, তুমি বোঝো নি।

 

Amar Ja Debar Chilo Lyircs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *