আমার হয়নি পড়া বেদ পুরাণ
Amar Hoyni Pora Bed Puran
কথা: গোবিন্দ প্রামাণিক
সুর: অপূর্ব বিশ্বাস
শিল্পী: পরীক্ষিত বালা
Amar Hoyni Pora Bed Puran Lyrics
মাগো মাগো
আমার হয়নি পড়া বেদ,পুরাণ
পড়িনি তো রামায়ন
[আমার অন্তরেতে জানি কেবল,
মায়ের মতো নেই আপন]-২
মাগো তোমার মতো নেই আপন।
[জেনেছি মা তুমিই যে সব,
সাধ নেই জানতে আমার মাগো]-২
[কী আছে গীতা,ভাগবতে?]-২
বলেছে কী বাইবেল,কোরাণ
[আমার অন্তরেতে জানি কেবল,
মায়ের মতো নেই আপন]-২
[মা রক্ত দিয়ে তিলে তিলে,
সন্তানকে যে গড়ে তোলে।
ফেলে বিলাস,ভূষণ দূরে ঠেলে,
আহার নিদ্রা যায় ভুলে]-২
[মনে পরলে সন্তানের ব্যথা,
শ্মশানেতে কাঁদে মাতা গো]-২
[এই বুকেতে পাতবো বলো]-২
মা ছাড়া কার আসন?
[আমার অন্তরেতে জানি কেবল,
মায়ের মতো নেই আপন]-২
[মাগো তোমার মতো নেই আপন]-৩