Amar Bhitoro Bahire Lyrics
ভালবাসার পদাবলী (আমার ভিতরে বাহিরে)
আমার ভিতর বাহিরে
গান: ভালবাসার পদাবলী (আমার ভিতরে বাহিরে)
নরোত্তম দাস & রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যান্ড: মোকাম
অ্যালবাম: অযান্ত্রিক
নরোত্তম দাস & রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যান্ড: মোকাম
অ্যালবাম: অযান্ত্রিক
Amar Bhitoro Bahire Lyrics
“দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর
দুহু ক নয়নে বহে আনন্দ-লোর
দুহু তনু পুলকুত গদ গদ ভাষ
ঈষদবলোকনে লহু লহু হাস”
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
“অপরূপ রাধা মাধব-রঙ্গ
মান-বিরামে ভেল এক সঙ্গ”
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি…
“ও সুন্দরী রাঁধে মা, বৃন্দাবন ছাড়িয়া
কৃষ্ণায় মধ্য রাতে যায়”
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি…
“ললিতা বিশাখা আদি যত সখীগণ
আনন্দে মগন ভেল দেখি দুহু জন
-অপরূপ রাধা-মাধব-রঙ্গ
মান-বিরামে ভেল এক সঙ্গ
দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর
দুহু ক নয়নে বহে আনন্দ-লোর”
ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে