আলগা করো গো খোঁপার বাঁধন Lyrics
Alga Koro Go Khopar Badhon Lyrics
নজরুল গীতি
গজল
শিল্পী: মোঃ রফি
আলগা করো গো খোঁপার বাঁধন Lyrics
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।
বিনোদ বেণীর জরিন ফিতায়।।
অন্ধা ইশক মেরা কস্ গয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।
তোমার কেশের
গন্ধে কখন,
লুকায়ে আসিল
লোভী আমার মন।।
বেহুঁশ হো কর্ গির্
পড়ি হাথ্ মে।।
বাজু বন্দ মে বস্ গয়ি।।
আলগা করো গো
খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।
কানেরও দুলে প্রাণ
রাখিলে বিঁধিয়া,
আঁখ ফিরা দিয়া
চোরি কার নিন্দিয়া।।
দেহেরও দেউড়িতে
বেড়াতে আসিয়া।।
অাউর নেহি ওহ ওয়াপস্ গয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।
বিনোদ বেণীর জরিন ফিতায়
আন্দা ইশক মেরা কস্ গয়ি।।
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফঁস্ গয়ি।।।