Akash Kade Batas Kade | আকাশ কাঁদে বাতাস কাঁদে | সনু নিগাম | Sonu Nigam

Akash Kade Batas Kade
আকাশ কাঁদে বাতাস কাঁদে
Sonu Nigam
শিল্পী: সনু নিগম
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দু’নয়ন।
তোমার ঘরে প্রদীপ জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারি ধারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এ জীবন।
তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যথা লুকিয়ে আছে
জানবে না তা কেউ।
এই যে ব্যথা শেষ হবে না
না হলে মরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *