Ajob Karigor Bondhu Lyrics | আজব কারিগর বন্ধু

Ajob Karigor Bondhu Lyrics
আজব কারিগর বন্ধু
আজব কারিগর বন্ধু
রচয়িতাঃ হযরত রমেশ শীল আল মাইজভাণ্ডারী

Ajob Karigor Bondhu Lyrics

আজব কারিগর বন্ধু আজব কারিগর।
প্রেম কাচারি তৈয়ার করি লুকায়ে আছে তার ভিতর।।
ঘরের রগে রগে বান,
হামাউচের ঘরে আছে পূর্ন মাসির চাঁন।
নয় দরজা দেখতে সোজা দুই দরজা হাওয়ার ঘর।। (অডিওতে কাবার ঘর বলা হয়েছে)
বন্ধু বড় সন্ধানি,
ঝড় বাদলে জল পড়ে না চামড়া দি ছানি।
সারা ঘরে একটি ঠুনি তালা বদ্ধ তার উপর।।
বন্ধুর বুদ্ধি চমৎকার,
স্থানে স্থানে বসায়েছে টেলিগ্রাফের তার।
কলবেতে ঝলক মারে পলকে লয় সব খবর।।
খাদেম রমেশে বলে,
বন্ধুর সঙ্গে দেখা হবে ঈমান ঠিক হলে।
ঈমান বিনে পায় না তারে,
গেলে এক হাজার বছর।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *