আজকে মরলে কালকে দুইদিন Lyrics
Ajke Morle Kalke Dui Din Lyrics
আজকে মরলে কালকে দুইদিন
Ajke Morle Kalke Dui Din
কথা: ড. সোহেল মাসুদ
সুর: আহমেদ শাকিল
কণ্ঠ: রাজু মণ্ডল
আজকে মরলে কালকে দুইদিন Lyrics
[আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাঁদবে না,
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে না]-২
থাকতে সময় করো আমল
ইমান করো খাঁটি
[শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি]-২
[কত কষ্ট করে তুমি
গড়লা সাধের বাড়ি
সেই বাড়িতে ঠাঁই হবে না
যাইতে হবে ছাড়ি]-২
মোহ মায়ার টানে তুমি
রবের বিধান ভুইলো না
পাপপুণ্যের হিসাব নিবেন
একদিন মালিক রব্বানা।
থাকতে সময় করো আমল
ইমান করো খাঁটি
[শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি]-২
[আঁধার ঘরে থাকবে পড়ে
ছাইড়া তুমি সব
কেউ রবে না সঙ্গে তোমার
থাকবেন সেদিন রব]-২
মিছে মায়ার এই দুনিয়া
ক্ষণিকেরই ঠিকানা,
ধনী-গরিব নেই ভেদাভেদ
মাটিই হবে বিছানা।
থাকতে সময় করো আমল
ইমান করো খাঁটি
[শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি]-২
[আজকে মরলে কালকে দুইদিন
পরের দিন কেউ কাঁদবে না,
যাদের জন্য করলা কামাই
মরলে তারা চিনবে না]-২
থাকতে সময় করো আমল
ইমান করো খাঁটি
[শেষ ঠিকানা তোমার আমার
সাড়ে তিন হাত মাটি]-৩