Aj Tui Keno Gour Holi Lyrics | আজ তুই কেন গৌর হলি

Aj Tui Keno Gour Holi Lyrics

আজ তুই কেন গৌর হলি

 

Aj Tui Keno Gour Holi Lyrics

আজ তুই কেন গৌর হলি রে কানাই।
তোর কালো অঙ্গ বাকা রে, মাথায় মুয়ুর পাখা।
ওই চুরা বাঁশি কোথায় লুকালি কানাই।।

ও তাই সত্য যুগে তে, নারায়ন রুপেতে, কত লীলা প্রকাশিলি।।
ভক্ত প্রহ্লাদের তরে, নরসিংহ রূপ ধরে।।
নিজের পিতারে বদ করিলি।
তুই কেন গৌর হলি।

তাই ক্রেতা যুগেতে, আর শ্রীরাম রুপেতে, রাবণের সিঙ্গার ইলি। ও কানাইরে।।
ও তুই সঙ্গে বানরগণ, সাগর করলি বন্ধন।।
নিজের সিতারে উদ্ধারিলি ও কানাই।
তুই কেন গৌর হলি।

ওই দ্বাপর যুগে তে, ওই ব্রজোপুরে তে, নন্দঘোষের ঘরে ছিলি ও কানাই রে।।
ও তুই জন্মিলি গৈবতীর ঘরে। মা ডাকলি যশোদারে।।
বনে বনে বেনু ফিড়ালী কানাই।
তুই কেন গৌর হলি।

এই কলিযুগে তে, মহাপ্রভুর রুপেতে, দ্বারে দ্বারে নাম দিলি ও কানাই রে।।
তুই গেরুয়া বসন ধারণ করে, ওই ভিক্ষার ঝুলি কান্দে লইয়ে। সম্বলো করিলি কন্দেরো থলি।
তুই কেন গৌর হলি।

 

আজ তুই কেন গৌর হলি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *