Aj Ar Manusher Kono Dam Nei Lyrics | আজ আর মানুষের কোনো দাম নেই

আজ আর মানুষের কোনো দাম নেই
Aj Ar Manusher Kono Dam Nei
কথা: মুনশী ওয়াদুদ
সুর: দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
শিল্পী: অভিজিৎ ভট্টাচার্য

Aj Ar Manusher Kono Dam Nei Lyrics

[আজ আর মানুষের কোনো দাম নেই,
কোনো দাম নেই]-২
জীবনের জন্য নয় তো জীবন
এ জীবন হয়ে গেছে পণ্য এখন
[মানবতা কেঁদে মরে শুধু ধুঁকে ধুঁকেই]-২
আজ আর মানুষের কোনো দাম নেই,
কোনো দাম নেই।
[কেন এই অভিশাপ কে জানে,
নেই সুখ-শান্তি নেই এখানে]-২
স্বপ্নের কলি কেন ফুল না হতেই
ঝরে যায় অনাদরে এই ধূলিতেই
আজ আর মানুষের কোনো দাম নেই,
কোনো দাম নেই।
[ভালোবাসা কেন আজ হয় নিলাম,
কেন যে ভাগ্যের এই পরিণাম(ও)]-২
অগ্নিগিরির মতো জ্বলছি শুধুই
তবে কী জ্বলে যাবো এই আগুনেই
আজ আর মানুষের কোনো দাম নেই,
কোনো দাম নেই।
জীবনের জন্য নয় তো জীবন
এ জীবন হয়ে গেছে পণ্য এখন
[মানবতা কেঁদে মরে শুধু ধুঁকে ধুঁকেই]-২
আজ আর মানুষের কোনো দাম নেই,
কোনো দাম নেই।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *