Age Chino Mohammadi Nur Lyrics | আগে চিনো মোহাম্মদী নুর

আগে চিনো মোহাম্মদী নুর
Age Chino Mohammadi Nur Lyrics

Age Chino Mohammadi Nur Lyrics

আগে চিনো মোহাম্মদী নুর
ডুরিলে বন্ধুরে পাইবা আচন বন্ধু শ্রীপুর।
শ্রীপুর দেশের মাঝে নানান রঙ্গের বন্ধু সাজ গো
সিংহাসন রয় মনিপুর তার নিচে মোহাম্মদী নুর।
মোহাম্মদ নুরের কাছে লাহুতের বাজার আছে গো
দিবানিশি সে বাজারেতে মোহু শব্দের উঠে সুর।
কতরূপ সে বাজারে সোনার ময়ুর পেখম ধরে গো
হস্তি বাঘে খেলা করে সর্গ থাকে আদমপুর।
লাহুতের বাজারের মাঝে রূপের ঘরে ঘন্টা বাজে গো
গোর গোর সূরে ঘন্টা বাজে বাশি বাজে সুলতানপুর।
রূপের ঘরে আজব লিলা চাদের মাঝে বন্ধের খেলা গো
যে দেখিয়াছে রাজা হয়েছে মৃত্যু নাই তার জগতপুর।
লাহুতের ব্যাপারি যারা সবুর পুরে থাকে তারা গো
অমূল্য রতনচিনে বাধিয়াকাম সমতুর।
লাহুতের বিকিচিনি হিরালাল পরশমনি গো
যাইতে পারে সে বাজারে যে থাকে আমনতপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *