আছে গৌর নিতাই নদীয়াতে
Achhe Gour Nitai Nodiyate
ছায়াছবি: মোহনার দিকে
কথা: স্বপন চক্রবর্তী
সুর: স্বপন চক্রবর্তী
সঙ্গীত: স্বপন চক্রবর্তী
কন্ঠ: আশা ভোঁসলে
আছে গৌর নিতাই নদীয়াতে
আছে গৌর নিতাই নদীয়াতে,
কৃষ্ণ আছে মথুরাতে।।
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি,
আয় গো চলে আয়।।
যাও দেখ তারেকেশ্বর,
বসে আছে মহেশ্বর।।
লাখে লাখে লোক চলেছে,
স্বপ্ন আদেশের আশায়
আয় গো তোরা দেখবি যদি,
আয় গো চলে আয়।।
আছে গৌর নিতাই নদীয়াতে,
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়।।
দেহ সাধনার স্হান,
তাতে থাকে ভগবান।।
কায়মন বাক্যে ডাকলে তাকে
ঘরে বসে পাওয়া যায়
আয় গো তোরা দেখবি যদি
আয় গো চলে আয়।।
আছে গৌর নিতাই নদীয়াতে
কৃষ্ণ আছে মথুরাতে
কালীঘাটে আছে কালী
ঢাকেশ্বরী ঢাকায়
আয় গো তোরা দেখবি যদি-
আয়গো চলে আয়(৫)
