Aar Katokal Kandabi Re Dayal Lyrics | আর কতকাল কান্দাবিরে দয়াল

Aar Katokal Kandabi Re Dayal Lyrics

আর কতকাল কান্দাবি রে দয়াল
শিল্পী: পরীক্ষিত বালা

 

Aar Katokal Kandabi Re Dayal Lyrics

আর কতকাল কান্দাবিরে দয়াল
আর কতকাল কান্দাবিরে দয়াল
আর কতকাল কান্দাবিরে;
গেলো না আমার দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।

আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে দয়াল
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে;
চাল ছাইতে পারলাম না আমি।।
উড়াইয়া নিলো ঘরের চাল
দয়াল উড়াইয়া নিলো ঘরের চাল
গেলো না আমার
দুঃখের এই কপাল।

আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে দয়াল
আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে;
জল দিতে পারলাম না আমি।।
শুকাইয়া গেলো গাছেরই ডাল
দয়াল শুকাইয়া গেলো
গাছেরই ডাল।
গেলো না আমার
দুঃখের এই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখের এই কপাল।

হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে দয়াল
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে;
পরের জমি চষতে চষতে।।
নিজের জমি হয় বেহাল
দয়াল নিজের জমি হয় বেহাল।
গেলো না আমার
দুঃখের এই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখের এই কপাল।
আর কতকাল কান্দাবিরে দয়াল
আর কতকাল কান্দাবিরে;
গেলো না আমার দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার,
দুঃখেরই কপাল।।

 

আর কতকাল কান্দাবি রে দয়াল

 

আর কতকাল কান্দাবি রে দয়াল
আর কতকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।

আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে দয়াল
আশা কইরা ঘর বানাইলাম
বসত করবো বলে;
[চাল ছাইতে পারলাম না আমি]-২
উড়াইয়া নিলো ঘরের চাল
দয়াল উড়াইয়া নিলো ঘরের চাল
গেলো না আমার
দুঃখেরই কপাল।

আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে দয়াল
আশা কইরা গাছ লাগাইলাম
ফল পাবো বলে;
[জল দিতে পারলাম না আমি]-২
শুকাইয়া গেলো গাছেরই ডাল
দয়াল শুকাইয়া গেলো
গাছেরই ডাল।
গেলো না আমার
দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।

হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে দয়াল
হাল দিলাম লাঙ্গল দিলাম
জমি দিলাম চষে;
[পরের জমি চষতে চষতে]-২
নিজের জমি হয় বেহাল
দয়াল নিজের জমি হয় বেহাল।
গেলো না আমার
দুঃখেরই কপাল
ও দয়াল গেলো না আমার
দুঃখেরই কপাল।
আর কতকাল কান্দাবি রে দয়াল
আর কতকাল কান্দাবি রে
গেলো না আমার দুঃখেরই কপাল
[ও দয়াল গেলো না আমার,
দুঃখেরই কপাল]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *