Aalote Chol (আলোতে চল) | Srikanto | Rishav – Sohini | Debayan

প্রেম কোনও নিষেধ মানেনা। জীবনে অনেক বাধা আসে। কিন্তু সেই সব বাধার সামনে ঢাল হয়ে দাঁড়ায় মানুষের সম্পর্ক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসকে আধুনিকতার মোড়কে সাজিয়েছেন পরিচালক সানি ঘোষ রায়। এই ওয়েব সিরিজ থেকেই রইল প্রলয় সরকারের কথায়, আনিস আহমেদের সুরে দেবায়ন ব্যানার্জির গাওয়া গান “আলোতে চল”

Love is not forbidden. There are many obstacles in life. But our relationships stand in the way of those obstacles. Director Sani Ghosh Roy has adapted Sarat Chandra Chattopadhyay’s Srikanto novel into a modern twist, “Srikanto”. From this web series is the song “Aalote Chol” penned by Pralay Sarkar, sung by Debayan Banerjee to the tune of Anis Ahmed.

Aalote Chol Song Credits : 
Singer: Debayan Banerjee
Composer: Anis Ahmed
Music production/Arrangement by: Anis Ahmed
Guitar/Strokes: Debayan Banerjee
Lyricist: Pralay Sarkar
Mixed and mastered by: Debayan Banerjee





পায়ে পায়ে বেগ, ভালোবাসা মেঘ
ছুঁয়ে দিক, ছুঁয়ে দিক,
আসমানে চল, তারাদের দল
ছুঁয়ে দিক, তোকে ছুঁয়ে দিক। 

বাড়িঘর, ভারী জ্বর, 
বালিঝড়ে বৈঠা ভাঙে, 
দেখো উড়ে আসছে গাঙে, মৌমাছিপাল। 
অল্প আঁচে গল্পগুলো, 
এই হাওয়াতে পাখনা ছুঁলো, দামাল, 
তবে নাকি বেসামাল। 

আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।। 

রাত আসে নেমে, আমি তুমি,
ঠোঁটে রেখে ঠোঁট, চোখ বুজে রই,
এইবারে থেমে, আমি তুমি, 
সুখেদের ভিড়ে, যন্ত্রনা হই। 

আরও প্রেম, আরো প্রেম, 
আলো কমে যাচ্ছে মানে, 
জোনাকিরা রাস্তা জানে, মনপাহাড়ে। 
উল্টোস্রোতে পাখনাবাজি, 
তুই পোড়ালে পুড়তে রাজি, বারে 
আর কত বাহারে। 

আলোতে চল, আরও আলোতে চল
মেলে ধরি আয় সামিয়ানা,
এই মহাদেশ, হবে এইখানে শেষ
আমাদের নেই নেই, নেই সীমানা।।




Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *