Aaloshyo
শিরোনামঃ আলস্য
কন্ঠঃ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (মুভি), অনুপম রয় (অ্যালবাম)
কথাঃ অনুপম রয়
সুরঃ অনুপম রয়
অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না
মুভিঃ উমা
Aaloshyo Lyrics
সেই গ্রীষ্মের সকালগুলোতে
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
হাওয়া দিল ভাসিয়ে
তখন আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোল
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি
তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।
এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও …
আমার মনের এ গোপন পথে
আজও সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হঠাৎ যায় হারিয়ে
আমার মনের গভীরতাকে
অনুভূতির আঙুলে
স্পর্শ করে দেখোনি
স্পর্শ করে দেখোনি
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সেজে আকাশ পথে দিতে হবে পাড়ি
তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুঁজো না, বুঁজো না
আমি এলাম বলে।
এখনো সময় অনেক বাকি, ও ও ও ও ও ও …