Mayer Ek Phota Dudher Rin Lyrics | মায়ের এক ফোটা দুধের ঋণ

Mayer Ek Phota Dudher Rin Lyrics
মায়ের এক ফোটা দুধের ঋণ
অ্যালবাম:- যাবি যেদিন শশান ঘাটে
শিল্পী: পরীক্ষিত বালা

Mayer Ek Phota Dudher Rin Lyrics

শোধ হবেনা কোনদিন
জন্ম-জন্মান্তরে করিলে সাধনা
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হায় আমার মা
দয়াবতী দরদিনি মা
পিতা আনন্দেতে মাতিয়া
সাগরে দেয় ফেলিয়া
চলে গেল বিদিয়া
ফিরে এল না
আমায় ধরিয়া জঠরে
কত কষ্ট করে
ধরিয়া জঠরে
কত কষ্ট করে
দশ মাস দশ দিন সে মা
পেল যে যন্ত্রনা
সন্তান ভূমিষ্ঠ হলে পরে
মানায় তারে কোলে তুলে
কষ্টের কথা মায়ের আর
মনে থাকে না
আবার একটি সন্তানের দায়
কত মায়ের প্রাণ যে হারায়
একটি সন্তানের দায়
কত মা যে প্রাণ হারায়
সেই মাকে তোমরা কেউ
সেবা করলে না
আমার মায়ের কথা বলব কত
যদি বলি বছর শত
তবুও না ফুরায় আমার
মায়ের বর্ণনা
আমার মা যে জগতের সেরা
মায়ের নিন্দা করেন যারা
মা যে জগতের সেরা
মায়ের নিন্দা করেন যারা
মানুষ বলে সে জনারে
কেউ তো মানে না
দয়াবতী দরদিনি মা
দয়াবতী দরদিনি হায় আমার মা
দয়াবতী দরদিনি মা

মায়ের এক ফোটা দুধের ঋণ

মায়ের এক ফোটা দুধের ঋণ,
শোধ হবেনা কোনদিন।
জন্ম জন্মান্তরে করিলে সাধনা
দয়াবতী দরদিনী মা।
দয়াবতী দরদিনী হয়
আমার মা;
দয়াবতী দরদিনী মা।
পিতা আনন্দতে মাতিয়া
সাগরে দেয় ফেলিয়া
চলে গেল বিধিয়া
আর ফিরে এলো না।
(আমায়)ধরিয়া জঠরে
কত কষ্ট করে।।
দশ মাস দশ দিন সে মা
পেল যে যন্ত্রনা
দয়াবতী দরদিনী মা।
দয়াবতী দরদিনী হয়
আমার মা;
দয়াবতী দরদিনী মা।
সন্তান ভূমিষ্ঠ হলে পরে
মা নেয় তারে কোলে তুলে,
কষ্টের কথা মায়ের আর,
মনে থাকেনা।
আবার একটি সন্তানের দায়
কত মায়ের প্রাণ যে হারায়।
একটি সন্তানের দায়
কত মা যে প্রান হারায়
সেই মাকে তোমরা কেউ
সেবা করলেনা
দয়াবতী দরদিনী মা।
দয়াবতী দরদিনী হয়
আমার মা
দয়াবতী দরদিনী মা।
আমার মায়ের কথা
বলবো কত,
যদি বলি বছর শত,
তবু না ফুরায়
আমার মায়ের বর্ননা।
(আমার)মা যে জগতের সেরা,
মায়ের নিন্দা করেন যারা।।
মানুষ বলে সে জনারে
কেউ তো মানেনা।
দয়াবতী দরদিনী মা।
দয়াবতী দরদিনী হয়
আমার মা;
দয়াবতী দরদিনী মা।
মায়ের এক ফোটা দুধের ঋণ,
শোধ হবেনা কোনদিন।।
জন্ম জন্মান্তরে করিলে সাধনা;
দয়াবতী দরদিনী মা।
দয়াবতী দরদিনী হয়
আমার মা;
দয়াবতী দরদিনী মা।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *