রসের রসিক না হলে, কে গো জানতে পায় | Roser Rosik Na Hole Ke Go Jante Pay | Lalon Song

রসের রসিক না হলে, কে গো জানতে পায়
Roser Rosik Na Hole Ke Go Jante Pay
Lalon Song
লালন বাণী
————-
রসের রসিক না হলে ,
কে গো জানতে পায় ,
কোথা সাঁই অটলরূপে বারাম দেয় ।
শূন্যের উপর শয্যা করে ,
পাতালপুরে শরন দেয় ,
অরসিক বেড়ায় ঘুরে ,
ঘোর বাঁধায় ।
মনচোরা চোর সে যে নাগর ,
তলে আসে তলে যায় ,
উপর উপর খুঁজি ,
জীব সবাই ।
মাটি ছেড়ে লাফ দিয়ে ,
আসমানে গিয়ে হাত বাড়ায় ,
হুমড়ি খেয়ে পড়ে কাফির ,
সে খানায় ।
তলে পড় তলে ধরো ,
তবে সব জানতে পারো ,
লালন বলে উঁচু মনের ,
কার্য নয় ।
রসের রসিক না হলে, কে গো জানতে পায় | Roser Rosik Na Hole Ke Go Jante Pay | Lalon Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *