ওঁ

ভোগ আরতি | মধ্যহ্ন ভোগ আরতি গান | Bhoga Artati Song

মধ্যহ্ন ভোগ আরতি গান

ভোজনকালোচিত শ্রীশ্রীগৌরাঙ্গের মধ্যাহ্ন আরতি

মধ্যকালীন সংক্ষিপ্ত ভোগ আরতি। (অন্যরূপ)

ভোগ আরতি

Bhoga Artati Song

 

 

 

মধ্যহ্ন ভোগ আরতি গান


হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে (ওঁ)

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ।
মধ্যহ্ন ভোগ আরতি গান।
জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভূ নিত্যানন্দ
জয় জয় অদ্বৈত্য চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ।

শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভূ কর অবদান
ভোজন মন্দিরে প্রভূ করহ পয়ান।

বসিতে আসন দিল রত্ন সিংহাসন
সুবাসিত জলে কৈলেন পদ প্রক্ষালন।

বামেতে অদ্বৈত্য চন্দ্র দক্ষিণে নিতাই হে
মধ্য আসনে বসেন শ্রী চৈতন্য গোসাই।

ভোজনের যত দ্রব্য কহিতে না পারি
তাহার উপরে দিল তুলসি মঞ্জুরী।

শাক শুকতা অন্ন আদি বিবিধ ব্যঞ্জণ
আনন্দে ভোজন করে শৌচির নন্দন।

দধি দুগ্ধ মধু ক্ষীর নানা উপহার
আনন্দেতে ভোজন করে শৌচির কুমার।

অমৃত রসাল রাম্ভা আরও লুচি পুরী
ভৃঞ্জার ভরিয়া সুবাসিত কারি।

জল পান করি প্রভূ করেন আচমন
সুর্বন খরিকা দিয়া দমত্ম ধাবন।

আচমন করি প্রভূ বসেন সিংহাসনে
প্রিয় ভক্তগনেণ করেন তাম্বুল সেবনে।

তাম্বুল সেবার পর নিভূতে শয়ন
গৌবিন্দ দাসে করেন চরণ সেবন।

ফুলের কেওয়ারি আরও ফুলের চোয়ারি
ফুলে রত্ন সিংহাসন চাঁদোয়া মশারি।

ফুলের বিছানা আর ফুলের বালিশ
তাহার মধ্য মহাপ্রভূ করেন আলিশ।

ফুলের পরাগ সব উড়ে গায়
ঘন সাধে গৌরি দাসে চামর দোলায়।

তিন প্রভূর ভোজনের অবশেষ তার নাহি অমত্ম
আনন্দে ভোজন করেন চৌষট্টি মহমত্ম।

মহমত্মগণের ভোজনের অবশেষ ভক্তে করে সাধ
কৃপা করি দাও হে মহা প্রভূর প্রসাদ।

শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভূ দাসের আনুদাস
সেবায় অভিলাস মাগে নরোত্তম দাস।

 

নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।

নিতাই অদ্বৈত বল, নিতাই অদ্বৈত বল, নিতাই অদ্বৈত বল

জয় রাধে মাধব, জয় রাধে মাধব, জয় রাধে মাধব হরে।

জয় রাধে মাধব হরে…….. জয় রাধে মাধব হরে।

হরে মুরারে মধু কৈটভ ভারে………
গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে……

জয় জয় তুলসী বৃন্দাজী প্রীতে হরি হরি বল…
হরি হরি বল…বোলহরি।

জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল….
হরি হরি বল…বোলহরি।

 জয় জয় শ্রীমদ্ভাগবত প্রীতে হরি হরি বল……
হরি হরি বল…বোলহরি।

জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল
হরি হরি বল…. বোলহরি।

মধুর প্রেম ধ্বনি, গৌর, শ্রীরাধে, শ্রীকৃষ্ণ, বলি হে প্রভু নিতাই শ্রীচৈতন্য রাধা রানী কি জয়।

রাধাকৃষ্ণ কি?……………..জয়।
শ্রীচৈতন্য মহাপ্রভু কি?…. জয়।
শ্রীমদ্ভাগবত গীতা কি?…..জয়।
খোল করতাল কি?……….জয়।
মা দূর্গা কি?………………. জয়।
ভক্তবৃন্দ কি?………………জয়।
গৃহস্থ মহারাজ কি?……… জয়।

Bhoga Artati Song

 

 

ভোজনকালোচিত শ্রীশ্রীগৌরাঙ্গের মধ্যাহ্ন আরতি

 

ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌরহরি।
শ্রীগৌর হরি, নবদ্বীপ বিহারী॥
জয় জয় দীন দয়াময় হিতকারী॥
শুন শুন শচীসূত কর অবধান।
ভোগ মন্দিরে প্রভু করহ পয়ান॥
বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই।
মধ্য আসনে বৈসেন চৈতন্য গোসাঞি॥
অদ্বৈত ঘরণী আর শান্তিপুর নারী।
হুলু হুলু দেই সবে গোরামুখ হেরি॥
চৌষট্টি মহান্ত আর দ্বাদশ গোপাল।
ছয় চক্রবর্ত্তী আর অষ্ট কবিরাজ॥
শাক সুকুতা নানা উপহার।
আনন্দে ভোজন করেন শচীর কুমার॥
দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচী পুরী।
আনন্দে ভোজন করেন নদীয়া বিহারী॥
ভোজন করিয়া প্রভু কৈল আচমন।
সুবর্ণ খড়িকায় কৈল দন্তের শোধন॥
বসিতে আসন দিল রত্ন সিংহাসনে।
কর্পূর তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণে॥
ফুলের চৌআরি ঘর ফুলের কেয়ারী।
ফুলের রত্ন সিংহাসনে চাঁদুয়া মশারি॥
ফুলের মন্দিরে প্রভু করিলা শয়ন।
গোবিন্দ দাস করে পাদ সম্ভাষণ॥
ফুলের পাপড়ী প্রভুর উড়ি পড়ে গায়।
তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা যায়॥
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভুর দাসের অনুদাস।
সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস॥

 

 

মধ্যকালীন সংক্ষিপ্ত ভোগ আরতি। (অন্যরূপ)

 

ভজ পতিত উদ্ধারণ শ্রীগৌরহরি।
শ্রীগৌরহরি নবদ্বীপবিহারী,
দীন দয়াময় হিতকারী॥
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কর অবধান।
ভোগ মন্দিরে প্রভু করহ পয়ান॥
বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই।
মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাঞি॥
চৌষট্টি মহান্ত আর দ্বাদশ গোপাল।
ছয় চক্রবর্ত্তী আর অষ্ট কবিরাজ॥
ভোজনের দ্রব্য যত রাখি সারি সারি।
তাহার উপরে দিলা তুলসী মঞ্জরী॥
শাক সুকুতা নানা উপহার।
আনন্দে ভোজন করেন শচীর কুমার॥
দধি দুগ্ধ ঘৃত ছানা আর লুচি পুরী।
আনন্দে ভোজন করেন নদীয়া বিহারী॥
ভোজন করিয়া প্রভু কৈলা আচমন।
সুবর্ণ খড়িকায় কৈলা দন্তের শোধন॥
বসিতে আসন দিল রত্ন সিংহাসনে।
কর্পূর তাম্বুল যোগায় প্রিয় ভক্তগণে॥
ফুলের চৌয়ারী ঘর ফুলের কেওয়ারী।
ফুলের রত্ন সিংহাসন চাঁদোয়া মশারী॥
ফুলের মন্দিরে প্রভু করিলা শয়ন।
গোবিন্দ দাস করে পাদ সম্বাহন॥
ফুলের পাপড়ী সব উড়ি পড়ে গায়।
তার মাঝে মহাপ্রভু সুখে নিদ্রা যায়॥
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভুর দাসের অনুদাস।
সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস॥

 

 

ভোগ আরতি

 

ভজ ভকত-বত্সল শ্রী-গৌরহরি
শ্রী-গৌরহরি সোহি গোষ্ঠ-বিহারী,
নংদ-জশোমতী-চিত্ত-হারী

বেলা হো ‘ লো, দামোদর, আইস এখানো
ভোগ-মংদিরে বোসি’ কোরহো ভোজন

নংদের নিদেশে বৈসে গিরি-বর-ধারী
বলদেব-সহ সখা বৈসে সারি সারি

শুক্তা-শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড
ডালি ডাল্না দুগ্ধ-তুংবী দধি মোচা-খংড

মুদ্গ-বোডা মাষ-বোডা রোটিকা ঘৃতান্ন
শষ্কুলী পিষ্টক খীর্ পুলি পাযসান্ন

কর্পূর অমৃত-কেলি রংভা খীর-সার
অমৃত রসালা, আম্ল দ্বাদশ প্রকার

লুচি চিনি সর্পূরী লাড্ডু রসাবলী
ভোজন কোরেন কৃষ্ণ হো ‘যো কুতূহলী

রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যংজন
পরম আনংদে কৃষ্ণ কোরেন ভোজন

ছলে-বলে লাড্ডু খায্ শ্রী-মধুমংগল
বগল বাজায্ আর দেয হরি-বোলো

রাধিকাদি গুণে হেরি’ নযনের কোণে
তৃপ্ত হো ‘যে খায্ কৃষ্ণ জশোদা-ভবনে

ভোজনাংতে প্রিযে কৃষ্ণ সুবাসিত বারি
সবে মুখ প্রখালোয্ হো ‘যে সারি সারি

হস্ত-মুখ প্রখালিযা জত সখা-গুণে
আনংদে বিশ্রাম কোরে বলদেব-সনে

জম্বুল রসাল আনে তাম্বুল -মসালা
তাহা খেযে কৃষ্ণ-চন্দ্র সুখে নিদ্রা গেলা

বিশালাখ শিখি-পুচ্ছ-চামর ঢুলায
আপূর্ব শয্যায কৃষ্ণ সুখে নিদ্রা জায

জশোমতী-আজ্ঞা পে’যে ধনিষ্ঠা-আনীতো
শ্রীকৃষ্ণ-প্রসাদ রাধা ভুংজে হো’যে প্রীতো

ললিতাদি সুখী-গুণ অবশেষ পায
মনে মনে সুখে রাধা-কৃষ্ণ-গুণ গায

হরি লীলা এক্-মাত্র জাহার প্রমোদ
ভোগারতি গায্ ঠাকুর্ ভকতিবিনোদ

Check Also

Pujar Gaan Lyrics

Pujar Gaan Lyrics | পূজার গান Lyrics | Hooligaanism – হুলিগানইজম

Pujar Gaan Lyrics | পূজার গান Lyrics | Hooligaanism – হুলিগানইজম Song : Pujar GaanArranged …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *