পুজ়িতে কী পারি আমি
Pujite Ki Pari Ami
গীতিকার : হিসাব্দী ফকির
শিল্পী: আসাদুজ্জামান কিরন
পুজ়িতে কী পারি আমি
ওরে প্রেম ফূলে পুজলে নাকি
শুদ্ব পুজা হইতো তোমার
পুজিবার কি আছে আমার
আছে বকুল সুভাসিত
মল্লিকা মালতি যত
নন্দনও কাননে আছে
পারিজাত শত শত
তুলসী আর গঙ্গার জলে
পুজলে নাকি তোমায় মেলে
একদিনও তো অশ্রু জলে
ধোয়াইলাম না চরন তোমার
মহাপুজার এই উপচার
কোথায় যেয়ে পাবো আর
নিরুপায় ভাবিয়া একদিন
তোমার অই নাম করেছি সার
তোমার অই নাম নিতে নিতে
যদি সেই ফুল ফোটে চিত্তে
হলে দয়া পারে হতে
খুলতে পারে নয়নের ধার
পুরানে শুনেছি আমি
নামের সহিত আছ তুমি
এই জগতে জানা আছে
জগতেরই তুমি স্বামী
দ্বীনহীন হিসাব্দী বলে
ইসমাইল চান্দের চরন তলে
রাখ কিংবা ফেল মোরে
যা ইচ্ছা তাই কর তুমি