দ্বীনের নবী মুরিদ কোন ঘরে | Diner Nobi Murid Kon Ghore | ফকির লালন সাঁই

দ্বীনের নবী মুরিদ কোন ঘরে
Diner Nobi Murid Kon Ghore
ফকির লালন সাঁই
দ্বীনের নবী মুরিদ কোন ঘরে ।
কোন কোন চার ইয়ার এসে চাঁদোয়া ধরে ।।
উতরিলেন তারে কোন পেয়ালায়
জানিতে উচিত হয় নিরালা
অরুন বরুণ জ্যোতিময়-মালা
কোন যোগে কোন সাধন করে ।।
যার কলেমা দীন দুনিয়ায়
সে মুরিদ হয় কোন কলেমায়
নেহাজ করে দেখ মনুরায়
মুর্শিদ-তও্ব অথই গভীরে ।।
ময়ূরা ময়ূরি লীলে কোন যোগে
কোন যোগ প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইশারায় বলে লালন
ঘুরে বেড়ায় বুদ্ধির ফ্যারে ।।
দ্বীনের নবী মুরিদ কোন ঘরে | Diner Nobi Murid Kon Ghore | ফকির লালন সাঁই

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *