বুলবুলি | Bulbuli | বাগিচায় বুলবুলি তুই | Bagichay Bulbuli Tui | Coke Studio Bangla | Ritu Raj X Nandita

বুলবুলি | Bulbuli
বাগিচায় বুলবুলি তুই
Bagichay Bulbuli Tui
Coke Studio Bangla | Ritu Raj X Nandita

Bagichay Bulbuli Written & Composed by Kazi Nazrul Islam
Dol Dol Dol Diyeche Written by Syed Gousul Alam Shaon
Special Thanks to Khilkhil Kazi

ARTISTS
Rituraj Baidya – Vocals
Sanzida Mahmood Nandita- Vocals
Rubayat Rehman – Vocals
Karishma Shanu Sovvota- Vocals
Jannatul Firdous Akbar – Vocals

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল।

আজো তার

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।

 

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল।

আজো তার

ফুল কলিদের ঘুম টুটেনি,

তন্দ্রাতে বিলোল।

 

আজো হায়

রিক্ত শাখায়

উত্তরী বায়

ঝুরছে নিশিদিন।

 

আজো হায়

রিক্ত শাখায়

উত্তরী বায়

ঝুরছে নিশিদিন।

 

আসেনি

দখনে হাওয়া

গজল গাওয়া

মৌমাছি বিভোল।

 

আসেনি

দখনে হাওয়া

গজল গাওয়া

মৌমাছি বিভোল।

 

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল।

 

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে?

 

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে?

 

শিশিরের

স্পর্শসুখে ভাঙবে রে ঘুম,

রাঙবে রে কপোল।

 

শিশিরের

স্পর্শসুখে ভাঙবে রে ঘুম,

রাঙবে রে কপোল।

 

বাগিচায় বুলবুলি তুই

ফুল শাখাতে, দিসনে আজই দোল।

 

দোল, দোল, দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই।

 

দোল, দোল, দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

ওঠ লো এবার সই।

 

ভাঙাবোই ঘুম তোর

আশাতে নেশাতে না জেগে জেগে রই,

দখিনা এলো ওই

ওলিরা পাখিরা তোমারই প্রেমেতে রই।

 

ওঠ, ওঠ, ওঠ লো রে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

 

ওঠ, ওঠ, ওঠ লো রে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

Original Najrul Sangeet

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো তা’র ফুল কলিদের ঘুম টুটেনি,
তন্দ্রাতে বিলোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশিদিন,
আসেনি, যখন’ হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।


কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’ আসবে বাহিরে,
গিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে, রে ঘুম রাঙবে, রে কপোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে…


ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
ফাগুনের মুকুল জাগা দুকুল ভাঙ্গা আসবে ফুলের বান,
কুঁড়িদের ওষ্ঠপুটে লুটবে হাসি, ফুটবে গালে টোল।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে…


কবি তুই গন্ধে ভু’লে ডুবলি জলে কূল পেলিনে আর,
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।
ফুলে তোর বুক ভরেছিস, আজকে জলে ভরবে আঁখির কোল।।
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *