আমায় ফুলেরা বললো আমি যেন
Amay Fulera Bollo Ami Jeno
কথা ও সুর: মিল্টন খন্দকার
কণ্ঠ: এস ডি রুবেল
আমায় ফুলেরা বললো আমি যেন
অামায় ফুলেরা বললো
অামি যেন বাগানে না নিয়ে যাই তোমায়
[তোমার রুপ দেখে বাগানেরও ফুল]-২
লুটিয়ে পড়ে নাকি ঘাসেরও গালিচায়,লজ্জায়
অামায় ফুলেরা বললো
অামি যেন বাগানে না নিয়ে যাই তোমায়।
চাঁদেরও একই অনুরোধ
প্রেয়সী অামার যেন না যায় উঠোনে,
উঠোনে গেলে নাকি নেয়া হবে চাঁদের সাথে
চরমও প্রতিশোধ!
দুটি চাঁদ একই সাথে অাকাশে,মাটিতে
বলো কী করে ঝলমলায়?
অামায় জোছনা বললো
অামি যেন ওঠোনে না নিয়ে যাই তোমায়।
পাখিরাও করে অভিমান
প্রেয়সী অামার যেন না বলে কথা!
কথা বললেই নাকি সে কথা সুরে সুরে
হয়ে ওঠে গান।
একই গান একই সাথে তোমাতে,পাখিতে
বলো কী করে গান গায়?
অামায় ফুলেরা বললো
অামি যেন বাগানে না নিয়ে যাই তোমায়
[তোমার রুপ দেখে বাগানেরও ফুল]-২
লুটিয়ে পড়ে নাকি ঘাসেরও গালিচায়,লজ্জায়
অামায় ফুলেরা বললো
অামি যেন বাগানে না নিয়ে যাই তোমায়।