Ami Nijer Monei Lyrics
আমি নিজের মনেই
গানের কথাঃ আমি নিজের মনেই নিজেই যেন…
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সত্য সাহা,
মূলশিল্পীঃ খন্দকার ফারুক আহমেদ,
চলচ্চিত্রঃ আবির্ভাব (১২/০৪/১৯৬৮ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী প্রমুখ,
পরিচালকঃ সুভাষ দত্ত।
Ami Nijer Monei Lyrics
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
কোন খেয়ালে এই আমারে,
কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
চম্পাকলি দুটি চোখে,ভাবের কাজল দেখেছি যে,
চম্পাকলি দুটি চোখে,ভাবের কাজল দেখেছি যে,
তারই পথে আশার মুকুল,
তারই পথে আশার মুকুল ছড়িয়ে দিয়েছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
ঝর্ণা হাসির বাঁকে বাঁকে,কে যেন আমায় শুধু ডাকে,
ঝর্ণা হাসির বাঁকে বাঁকে,কে যেন আমায় শুধু ডাকে,
তারে আমি খুশির ছোঁয়ায়,
তারে আমি খুশির ছোঁয়ায় জড়িয়ে নিয়েছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
কোন খেয়ালে এই আমারে,
কোন খেয়ালে এই আমারে হারিয়ে ফেলেছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,
আমি নিজের মনে নিজেই যেন,গোপনে ধরা পড়েছি,