Amar mote tor moton keu nei
কথা ও সুর – অনুপম রায়
শিল্পী – লোপামুদ্রা মিত্র
কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হয়তো নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান
বুঝিনি কিসের এত টান
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনা
আমার মতে তোর মতন কেউ নেই
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় তারও বেশি ধরা পড়ে যায়
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক
কষতে বারণ ছিল তাই
কিছুই বোঝা গেলনা প্রায়
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া
কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ…