‘পুবান হাওয়া পশ্চিমে যাও কা’বার পথে বইয়া
যাওরে বইয়া এই গরিবের সালামখানি লইয়া’
যাওরে বইয়া এই গরিবের সালামখানি লইয়া’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা, আব্বাস উদ্দিনের কন্ঠে এই গানটি বহুদিন ধরেই মনে ধরেছিল, স্টুডিওতে কাজের ফাঁকে Boga Taleb ভাই, Mithun Chakra ভাই, আমি ও M Records এর মিউজিশিয়ানরা মিলে একটা ভার্শন করার চেষ্টা করলাম, স্রষ্টা সবার মনের আশা পূরণ করুক, অনেক ভালোবাসা
Musicians:
Voice: Boga Taleb
Duff and Nupur: Mithun Chakra
Guitar and music arrangement: Emon Chowdhury
Voice: Boga Taleb
Duff and Nupur: Mithun Chakra
Guitar and music arrangement: Emon Chowdhury
Choir team:
Sazib Khan
Nishanth Ar Rahman Xonex
Manik Jasim
Shahidul Manik
Sazib Khan
Nishanth Ar Rahman Xonex
Manik Jasim
Shahidul Manik
পুবাল হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া।
যাও রে বইয়া এই গরীবের সালামখানি লইয়া।।
কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই,
সারা জনম সাধ ছিল যে, মদিনাতে যাই ( রে ভাই)।
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া।।
তোমার পানির সাথে লইয়া যাও রে আমার চোখের পানি,
লইয়া যাওরে এই নিরাশের দীর্ঘ নিশ্বাসখানি।
নবীজীর রওজায় কাঁদিও ভাই রে আমার হইয়া।।
মা ফাতেমা হযরত আলীর মাজার যেথায় আছে,
আমার সালাম দিয়া আইস তাঁদের পায়ের কাছে।
কাবায় মোজানাজাত করিও আমার কথা কইয়া।।