Dekhecho Ki Take Lyrics | Subhamita Banerjee | দেখেছ কি তাকে

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে….

 

Dekhecho Ki Take Lyrics

Song details
Song -দেখেছ কি তাকে
Singers – Subhamita Banerjee
Lyrics – Arna Seal , Joy Sarkar; Album: Brishti Paye Paye

 

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

 

ঝরাপাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে
এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা
তাই সে যায় ছুটে বেড়ায় ধুসর প্রান্তরে
মেঘের গায় হাত বুলায় রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

 

আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে
কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না
তবুও তার, মেঘে ওড়ার, অন্তহীন টানে
ভীজে হাওয়ায় পাখিরা গায় রংধনু কে চায়
দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

 

জানি একদিন মেঘের ঠিকানা সে, পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা গা
তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে
যারা হারায় রুপকথায় রংধনু কে চায়

দেখছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?
বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম
জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়
মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়
দেখছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

 

Dekhecho ki take lyrics in English:

Dekhecho ki take oi nil nodir dhare
Brishti paye paye taar ki jeno ki naam
Jole veja mathe akashe haath baray
Megher arale vese thaka
sei rongdhonu ke chay

 

Dekhecho ki take oi nil nodir dhare
Brishti paye paye taar ki jeno ki naam
Jole veja mathe akashe haath baray
Megher arale vese thaka
sei rongdhonu ke chay
Dekhecho ki take oi nil nodir dhare

 

Jhora pata ure take chue bole ja, ja re
Ekhane boro fike sobh tui ja, Ja ja
Tai se jay chute beray dhushor prantore
Megher gaye haath bolay
rongdhonu ke chay
Dekhecho ki take oi nil nadir dhare

 

Anmona megh dure jay keno ke, ja re
Kichutei taar kache dhora dey na, na na
Tobuo tar meghe orar antohin taane
Vije haway pakhira gaay
rongdhonu ke chay
Dekhecho ki take oi nil nodir dhare

 

Jani ekdin megher thikana se pabe
Bolbe pakhira ore megh tui gaa, Ga.. ga
Tor kachei ashbe gaan tor kachei jabe
Jara haray rupkothay
rongdhonu ke chay

 

Dekhecho ki take oi nil nodir dhare
Brishti paye paye taar ki jeno ki naam
Jole veja mathe akashe haath baray
Megher arale vese thaka
sei rongdhonu ke chay
Dekhecho ki take oi nil nodir dhare

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *