মন আমার তুই সোনার হরিণ ধরবি বলে
Mon Amar Tui Sonar Harin Dharbi Bole
ছায়াছবি: তীর ভাঙা ঢেউ (১৯৭৭)
কথা: বৈদ্যনাথ বিশ্বাস
সুর: অনিল দত্ত
কণ্ঠ: শ্যামল মিত্র
মন আমার ও মন
[ও তুই সোনার হরিণ ধরবি বলে
সঁপেছিলি প্রাণ]-২
সে যে কাছে এসে দেবে ধরা
ভুলে অভিমান রে ভুলে অভিমান
ও তুই সোনার হরিণ ধরবি বলে
সঁপেছিলি প্রাণ।
মনের ভুলে ভুল করে তুই
চিরেছিলি মালা,
বুঝলি না তো ভালোবাসায়
আছে অনেক জ্বালা।
দুঃখের নিশি উষার আলোয়
হলো অবসান রে হলো অবসান।
ও তুই সোনার হরিণ ধরবি বলে
সঁপেছিলি প্রাণ।
আগুনে পুড়লে সোনা
পুড়ে হয় খাঁটি সোনা
সেই সোনারই অলংকারে
মন রে নিয়ে যায়
ভালোবাসা মরীচিকা
তবু ভালো লাগে রে
মনের ভুলে আসল পেলে
ধরিছ নকলটাকে রে
মন দিয়ে মন পেতে হলে
আগে দে পরাণ
তুই আগে দে পরাণ
ও তুই সোনার হরিণ ধরবি বলে
সঁপেছিলি প্রাণ
মন আমার ও মন।