Shondhatara Lyrics | সন্ধ্যাতারা

Song : Shondhatara
Vocals : Shayan Chowdhury Arnob
Vocals : Sunidhi Nayak
Synth Base & Vocals : Adit Rahman
Vocals : Rubayat Rehman
Vocals : Jannatul Firdous Akbar
Vocals : Shanila Islam
Composed, Arranged & Produced by : Adit Rahman
Lyrics by : Divash Krishna Biswas
Video Directed by : Krishnendu Chattopadhyay
Label : Coke Studio Bangla

 

Table of Contents

Shondhatara Song Lyrics In Bengali :

 

এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে,
কবে সে আসে, সহসা গোপনে
কবে সে আসে, সহসা গোপনে
কবে সে আসে, সহসা গোপনে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে।

ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে
ফুলহারে বসে আছি আকুল হৃদয়ে,
অন্বেষণে তাঁর বিচলিত নয়নে
অন্বেষণে তাঁর বিচলিত নয়নে।
আগমন আসে রয়েছি যে যাতনে
আগমন আসে রয়েছি যে যাতনে,
আগমন আসে রয়েছি যে যাতনে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে,
কবে সে আসে, সহসা গোপনে
কবে সে আসে, সহসা গোপনে
কবে সে আসে, সহসা গোপনে,
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে।

মন হারা ভাবনায়
কার কি বা আসে যায়,
একা দেখা আকাশে মেঘে স্মৃতি বায়।
রং বেরঙের যন্ত্রনায়
রেখে যাওয়া সব কল্পনায়,
ক্ষনে ক্ষনে কেঁপে ওঠে অদেখা সময়।

বেলা হারায়, সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে,
সাঁঝ কোকিলা, সুরের দেশে
বলে তাহার কথা গোপনে।

এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে,
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে
এ মন হেরেছে প্রিয়ারও প্রেমে।

বেলা হারায়, সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে,
সাঁঝ কোকিলা, সুরের শেষে
বলে তাহার কথা গোপনে।
বেলা হারায়, সন্ধ্যাতারায়
সে আসে না আমার কাননে,
সাঁঝ কোকিলা, সুরের দেশে
বলে তাহার কথা গোপনে।

Shondhatara Song Lyrics In English:

Emono Hereche Priyaro preme
Kobe se ashe sohosa gopone
Fulhare bose achi akul hridoye
Anweshone taar bicholito noyone
Agomon ashe royechi je jatone
E mon hereche priyaro preme
Mon hara vabonay kar ki ba ashe jay
Eka dekha akashe meghe smriti baay
Rong beronger jontronay
Rekhe jaowa son kolponay
Khone khone kepe othey odekha sommoy
Bela haray sondhataray
Se ashe na amar kanone
Sanjh kokila surer deshe
Bole tahar kotha gopone
E mono Hereche Priyaro preme
E mon Hereche Priyar preme

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *