Sree Jagannath Kirtan
শ্রী জগন্নাথ কীর্তন
Aditi Munshi
জগতের পিতা তুমি অনাথের নাথ
Jogotero Pita Tumi Anathero Nath
Sree Jagannath Kirtan
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ ||
জগতের পিতা তুমি অনাথের নাথ
প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ ||
দীনবন্ধু দয়াসিন্ধু মুরারী কেশব
পদ্মনাভ দেব গর্ভ শ্রীকৃষ্ণ মাধব
জগৎ পালনকারি ত্রিলোকের নাথ
প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ ||
” জয় শঙ্খ গদাধর নীল কলেবর পীত পীতাম্বর দেহী পদম “
শ্রীরাম সচ্চিদানন্দ হে পরমেশ্বর
চতুর্ভূজ জগন্নাথ বিষ্ণু মহেশ্বর
জগতের নাথ তুমি আলোকময় রাত
প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ
নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে
বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ ||
নির্দেশনা , ভাবনা ও রূপায়ণ
সঙ্গীতম মিউজিকাল হাউস
সংগীত রূপায়ণ
কথা ও সুর : সৌম্য বসু
কণ্ঠ : অদিতি মুন্সী
বাঁশি : স্বরূপ মুখার্জী
শ্রীখোল, তবলা , এবং অন্যান্য : অরুনাভ গুপ্ত
প্রোগ্রামিং ও সঙ্গীত নির্দেশনা : সৌম্য বসু
শব্দ গ্রহণ
বাপ্পাদিত্য চক্রবর্তী ( ষ্টুডিও সঙ্গীতম )
শব্দ রূপায়ণ
সৌম্য বসু ( ষ্টুডিও সা )
শিল্পীসাজ : প্রশান্ত রায়
দৃশ্যায়ন-
ইন্দ্রজিৎ মজুমদার
রূপায়ণ-
দীপাঞ্জন মুন্সী
বিশেষ ধন্যবাদ
সঞ্জয় দাস ( দক্ষিণ দমদম পৌরসভা )
কৃতজ্ঞতা স্বীকার
কিংকর বিঠ্ঠল রামানুজজী মহারাজ
মহামিলন মঠ , ডানলপ
জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ। কেউ কেউ বিশ্বাস করেন বিষ্ণুর নবম অবতার বুদ্ধ নন, হলেন জগন্নাথ। শাক্তরা যদিও দাবি করেন, জগন্নাথ নাকি ভৈরব বা শিব।
বাকি হিন্দু দেবতার মত জগন্নাথ মাটির মূর্তি নন। তিনি কাঠের মূর্তি। যা দেখে গবেষকদের একাংশের দাবি, জগন্নাথ আসলে আদিবাসী দেবতা। আবার জগন্নাথদেবের পুরোহিতরা প্রতিবছর ভাদ্র মাসে তাঁকে বিষ্ণুর বামন অবতারের বেশে পুজো করেন। বার্ষিক রথযাত্রার সময়ও তাঁকে বামন রূপে পুজো করা হয়। হাজারো মতভেদ থাকলেও ভক্তরা কোনওরকম যুক্তি-তর্কের মধ্যে না-ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসেবেই ভাবতে ভালোবাসেন, প্রার্থনা করেন, পূজা করেন৷
পবিত্র রথযাত্রা উৎসবের প্রাক্কালে শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে আমার নিবেদন, তথা ‘বারো গানে বর্ষযাপন’এর দ্বিতীয় গান ‘শ্রী জগন্নাথ কীর্তন’।