শিরোনামঃ তুমি পৃথিবীতে এই মোরে
শিল্পীঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবণের মেঘ
তুমি পৃথিবীতে এই মোরে
করেছ অনেক বেশি ঋণী,
তোমার নিঃস্ব প্রেম বড় সুনন্দ
জীবন দিয়েছ কতখানি।।
শিখিয়েছ সামনে চলার এ দিগন্ত
কোথায় গিয়েছে তারা মিশে,
বুঝিয়েছ জীবন তো নয় ফুলশয্যা
হারাবে যখন অনিমেষে,
পড়ে কি মনে বল ফেরারী বসন্ত মলিনী,
তুমি পৃথিবীতে এই মোরে
করেছ অনেক বেশি ঋণী।।
যদিও তো দুঃখ পেলাম হারাবার মাঝে
তবুও রয়েছি আজো সুখী,
জানো না তো এ জীবনেও
আনন্দ আছে হতেও তুমি একাকী,
একা থাকারও মাঝে
আছে সুখ বিষাদ রাগিণী,
তুমি পৃথিবীতে এই মোরে
করেছ অকেন বেশি ঋণী,
তোমার নিঃস্ব প্রেম বড় সুনন্দ
জীবন দিয়েছ কতখানি।।