শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি
Shikhaiya De Tui Amare Kemon Kore Tore Daki
রাগিণী ঝিঁঝিট
তাল ঝাঁপতাল
মলয়া গান
শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি
শিখাইয়া দে তুই আমারে,
কেমন করে তোরে ডাকি।।
এক ডাকে ফুরাইয়া দেরে
জনম ভরের ডাকাডাকি।।
কেমন করে ডাকলে পরে
শুনতে পাস্ তুই হঠাৎ করে,
হাসি দিস্ আমার অন্তরে
প্রাণ ভরে যায় রয় না বাকী।
ডাক দিয়ে তুই ডাক শিখাইয়া
ফাঁক না দিয়ে আয়না ধেয়ে,
ও দয়াল ডাক দিয়ে
তুই ডাক শিখাইয়া
ফাঁক না দিয়ে আয়না ধেয়ে,
খেলায় আমি তোরে লয়ে।।
তোর প্রাণে মোর প্রাণ মাখি।
যে রূপেতে তোর নয়ন ধার
সেরূপে ধরে নয়ন ধারা।।
বারণ করলে হওনা ছাড়া
চেয়ে থাক দুই পাগলা আঁখি।।
মন মোহনের বেহুশা মন,
কমতি পরে নাই তার ওজন।।
আপনি কর তারে শোধন।।
হৃদয়ে জাগ্রত থাকি।।
এক ডাকে ফুরাইয়ে দে’রে,
জনম ভরের ডাকাডাকি।।
শিখাইয়া দে তুই আমারে,
কেমন করে তোরে ডাকি।।
এক ডাকে ফুরাইয়ে দেরে,
জনম ভরের ডাকাডাকি।।