খালি হাতে এসেছিলে
খালি হাতে যাবে
তবে মিছে কেন দ্বন্দ্ব কর
সংসার মাঝে(২)
দ্বন্দ্ব করনা দ্বন্দ্ব করনা
মহাপ্রভুর এ সংসারে,
দ্বন্দ্ব করনা(২)
দ্বন্দ্ব করনা
মহাপ্রভুর এ সংসারে,
দ্বন্দ্ব করনা(৩)
একবিন্দু চিন্তা করে
দেখতো সবাই,
আমার বলতে এ ভবে
আরতো কেহ নাই(৩)
আমার আমার আমার বলে
কাটাইওনা কাল,
বৃথা হয়ে যাবে
তোমার ইহকাল পরকাল(২)
বৃথা হয়ে যাবে গো(২)
(তোমার)ইহকাল পরকাল,
বৃথা হয়ে যাবে গো(২)
যতটুকু পার ভাই
সৎকর্ম কর,
হাতে কর্ম কর
আর কৃষ্ণ নাম জপ
যতটুকু পার ভাই
সৎকর্ম কর
হাতে কর্ম কর
মুখে কৃষ্ণ নাম জপ
যতটুকু পার ভাই
সৎকর্ম কর
মনরে মন আমার
মন আমার
যতটুকু পার ভাই
সৎকর্ম কর,
হাতে কর্ম কর
মুখে কৃষ্ণ নাম জপ(২)
নাম ভিন্ন এ দুনিয়ায়
আপন কেহ নাই,
নকল ছেড়ে আসলেতে
মন মজাও ভাই(২)
মনটা মজাও
(নকল ছেড়ে আসলেতে
মনটা মজাও
রাধা নামে কৃষ্ণ নামে
মনটা মজাও
রাম নামে কৃষ্ণ নামে
মনটা মজাও
মহাপ্রভুর নামে সবাই
মনটা মজাও)-২
মনটা মজাও
নকল ছেড়ে আসলেতে
মনটা মজাও
রাধা নামে কৃষ্ণ নামে
মনটা মজাও
রাম নামে কৃষ্ণ নামে,
মনটা মজাও(২)
(শিল্পী-মহেশ রঞ্জন সোম/
সুপর্ণ চন্দ্র সরকার