সাঁই আমার কখন খেলে কোন খেলা | Sai Amar Kokhon Khele Kon Khela – ফকির লালন

সাঁই আমার কখন খেলে কোন খেলা
Sai Amar Kokhon Khele Kon Khela
ফকির লালন
সাঁই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা।।
কখনো ধরে আকার 
কখনো হয় নিরাকার
কেউ বলে আকার সাকার
অপার ভেবে হই ঘোলা।।
অবতার অবতারী সবই সম্ভব তারই।
দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।।
ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে
সাঁই বিনে কি খেল আছে।
ফকির লালন কয় নাম ধরে সে
কৃষ্ণ করিম কালা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *