একাত্তরের মা জননী, কোথায় তোমারমুক্তি সেনার দল | Ekattorer Maa Janani – Key Lyrics

একাত্তরের মা জননী
Ekattorer Ma Jononi 
ছবি-বিক্ষোভ
শিল্পী-আগুন,রুনা লায়লা
সুরকার-গীতিকার-
আহমেদ ইমতিয়াজ বুলবুল
Salman Shah | Shabnur
Bikkhov Movie Song
Ekattorer Ma Jononi

একাত্তরের মা জননী,
কোথায় তোমার
মুক্তি সেনার দল।।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরে মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো
শত্রু সেনার দল ও মা!
একাত্তরের মা জননী,
কোথায় তোমার মুক্তিসেনার দল।।

আজো কেনো তোমার বুকে
জ্বলছে আগুন,চলছে গুলি,
মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেন
জিম্মি তুমি,
স্বদেশ আমার মাতৃভূমি।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
কেন বিদ্যালয়ে ফুটছে বোমা,
এই কি পেলাম শিক্ষা ও মা।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,
চোখে দুঃখের জল।
ও…মা
একাত্তরের মা জননী,
কোথায় তোমার
মুক্তি সেনার দল।।

আজো কেন
তোমার বুকে ঘুরছে তারা,
একাত্তরের দালাল যারা।
জবাব তোমায় দিতেই হবে মাগো
জবাব তোমায় দিতেই হবে মা
লাখো লাখো
শহীদ কেন রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিল।
জবাব তোমায় দিতেই হবে মাগো
জবাব তোমায় দিতেই হবে মা।
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন দিয়ে রাখবো খাটি।
শপথ নিলাম আজকে তরুণ
ছাত্র-ছাত্রী দল।
ও…..মা।
একাত্তরের মা জননী,
কোথায় তোমার
মুক্তি সেনার দল।।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরে মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো
শত্রু সেনার দল ও মা!
একাত্তরের মা জননী,
কোথায় তোমার মুক্তিসেনার দল।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *