ঝড় জানি থেমে যাবে – Jhor Jani Theme Jabe

 ঝড় জানি থেমে যাবে

Jhor Jani Theme Jabe

কথা: অরিন্দম সাহা

সুর: জয় সরকার

কণ্ঠ: লোপামুদ্রা মিত্র

[ঝড় জানি থেমে যাবে,রাত ভোর হবে

বন্ধু,আবার দেখা হবে

পথ জানি শেষ হবে,জয় হবেই হবে

বন্ধু,আবার দেখা হবে]-২

প্রতিদিন এত বাধা-ভয়

মনে আছে এই প্রত্যয়

করব জয় নিশ্চয়

ঝড় জানি থেমে যাবে,রাত ভোর হবে

বন্ধু,আবার দেখা হবে

পথ জানি শেষ হবে,জয় হবেই হবে

বন্ধু,আবার দেখা হবে।

এভাবেই এগিয়ে যাবো,তোমাকে পথেই পাবো

হবে যে একটু দেরি,বন্ধু,দাঁড়িয়ে থেকো

জীবনে প্রাণের ছোঁয়া,এইতো অনেক পাওয়া

দেখব আকাশ-বাতাস

আর কি মনের চাওয়া

প্রতিদিন এত বাধা-ভয়

মনে আছে এই প্রত্যয়

করব জয় নিশ্চয়

ঝড় জানি থেমে যাবে,রাত ভোর হবে

বন্ধু,আবার দেখা হবে

পথ জানি শেষ হবে,জয় হবেই হবে

বন্ধু,আবার দেখা হবে।

কতদিন হাসিমুখে সয়েছি দুঃখের দিন

রয়েছি আশায় আশায়,একদিন আসবে সুদিন

আমি এক ভোরের পাখি,আনব যে সূর্যোদয়

খুলবে সুখের চাবি,নেই আজ কোনো সংশয়

প্রতিদিন এত বাধা-ভয়

মনে আছে এই প্রত্যয়

করব জয় নিশ্চয়

[ঝড় জানি থেমে যাবে,রাত ভোর হবে

বন্ধু,আবার দেখা হবে

পথ জানি শেষ হবে,জয় হবেই হবে

বন্ধু,আবার দেখা হবে]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *