এ আমার অগ্নিপরীক্ষা – E Amar Agnipariksha

 এ আমার অগ্নিপরীক্ষা

E Amar Agnipariksha

ছায়াছবি: অভিমান(১৯৮৬)

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়

সুর: অজয় দাস

কণ্ঠ: আশা ভোঁসলে

আ আ আ আ আ আ আ আ আ

এ আমার অগ্নিপরীক্ষা!

নিয়তির কাছে আমি হারবো কিনা

[বাজো সুর শিঙ্গার

বাজো বীণা বাজো বীণা]-২

[দিকে দিকে ওঠে একি ঝড়!

দুলে ওঠে সাজানো এ ঘর]-২

মরণের কণ্ঠ থেকে আজ

জীবনের মালা আমি কাড়বো কিনা

বাজো সুর শিঙ্গার

বাজো বীণা বাজো বীণা

বাজো সুর শিঙ্গার বাজো বীণা।

[শেষ আশা শেষ ভরসা

এলাম এ সে জলসা

নিঃশেষ হয়ে গেয়ে আমি

সার্থক হতে আজ পারব কিনা

এ আমার অগ্নিপরীক্ষা!

নিয়তির কাছে আমি হারব কিনা

বাজো সুর শিঙ্গার

বাজো বীণা বাজো বীণা

বাজো সুর শিঙ্গার বাজো বীণা

আ আ আ আ আ আ আ আ

আ আ আ আ আ আ আ আ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *