সোনার যৌবন হইলো বিফল | Sonar Joubon Hoilo Biphol | বাউল ক্বারী আমির উদ্দিন

সোনার যৌবন হইলো বিফল
Sonar Joubon Hoilo Biphol
বাউল ক্বারী আমির উদ্দিন



সোনার যৌবন হইলো বিফল
আমি কাঁদি অবলা
কোকিলা দিসনা রে জ্বালা
কোকিলা তোর কুহু সুরে
বাঁশির মতো লাগলো প্রানে রে
ডাক সোনে জাগিলরে মনে, ওরে কোকিল
আমার বন্ধুর উপরে কোকিল তোর মতো কালো
কোকিলা দিসনা রে জ্বালা
প্রেম আগুনে কলিজা বিরান
ছট ফট, ছট ফট করে পড়ান রে
কেন তার এত অভিমান
একলা ঘরে শুইয়া তাকিরে দুয়ার রয় খোলা
কোকিলা দিসনা রে জ্বালা
শুইলে স্বপনে দেখি
বন্ধুয়ারে বুকে রাখি রে
ডাক সুনিয়ারে দেখি
পাগল আমির উদ্দিন বন্ধু বিনে
হায়রে আছি একেলা
কোকিলা দিসনা রে জ্বালা
সোনার যৌবন হইলো বিফল | Sonar Joubon Hoilo Biphol | বাউল ক্বারী আমির উদ্দিন

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *