তুমি যেমনই নূপুর – Tumi Jemoni Noopur

 তুমি যেমনই নূপুর

Tumi Jemoni Noopur
ছায়াছবি: মন্দিরা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ,
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো ও ও ও
[তুমি মাটির ঘরেই থেকে যদি মাটির প্রদীপ হও
বা ময়ূরমহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও]-২
তবু ছড়াতে গেলে আলো,
কোনো আগুনে তোমায় পুড়তেই হবে
ও মনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো ও ও
[যত সহজ সরলভাবে তুমি যত সাধারণই হও
বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হয়েই রও (ও)]-২
তবু ভালো যে বাসতে গেলে
কোনো ব্যথায় তোমায় কাঁদতেই হবে
ও মনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ,
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো ও ও

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *