আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে | Ami sokol kajer pai he somoy tomare dakite paine | Lyrics

আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে

Ami sokol kajer pai he somoy tomare dakite paine

শিল্পী: রজনীকান্ত সেন

কণ্ঠ: পান্নালাল ভট্টাচার্য্য 



আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে,

আমি চাহি দারা সুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইনে।।

আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে।


আমি কতই যে করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাইনে;

আমি কত কি যে খাই ভস্ম আর ছাই তব প্রেমামৃত খাইনে।।

আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে।


আমি কত গান গাহি মনের হরষে তোমার মহিমা গাইনে;

আমি বাহিরের দুটো আঁখি মেলে চাই জ্ঞান আঁখি মেলে চাইনে।।

আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে।


আমি কার তরে দেই আপনা বিলায়ে ও পদতলে বিকাইনে;

আমি সবারে শিখাই কত নীতি কথা মনেরে শুধু শিখাইনে।।

আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনে।



Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *