শ্যাম যদি হইত পোষাপাখি প্রাণসখি
Shyam Jodi Hoito Poshapakhi Pranosokhi
কথা ও সুর :- দূরবিন শাহ
শ্যাম যদি হইত পোষাপাখি প্রাণসখি
শ্যাম যদি হইত পোষাপাখি ।।
রাখিয়া হৃদয়পিঞ্জরে পুষিতাম যতনকরে
এ জনমের মতো হইতাম সুখি , প্রান সখি ।।
বন্ধু যদি হইত তরী , আমিহইতাম তাঁরকাণ্ডারি ,
জলেতে করিতাম মাখামাখি ।
যদি সে হইত বসন , অঙ্গেতে করে ধারন্ ,২
পুড়া অঙ্গ রাখিতাম ঢাকি । প্রান সখি ।।
বন্ধুয়া সিন্দুরহইলে , লাগাইয়া পুড়াকপালে ,
হাঁতে আয়না নিয়া তারেদেখি ।
যদি সে হইত কালি , কলমে লইতাম তুলি ,২
কলিজা চিরিয়া নামটি লেখি । প্রান সখি ।।
হইত যদি সোনারূপা , বানাইয়া কর্ণ চাপা ,
দুই কানেতে আদর কইরা রাখি ।
দুরবিনশাহ বলিতাম তারে , জিজ্ঞাসিতাম পাইলে ধারে ,২
আমায় দেখলে কেনযায়সে লুকি । প্রান সখি ।।
শ্যাম যদি হইত পোষা পাখি ।।