বেলা গেল সন্ধ্যা হলো | Bela Gelo Sondhya Holo | দুর্বিন শাহ্

বেলা গেল সন্ধ্যা হলো
Bela Gelo Sondhya Holo
দুর্বিন শাহ্
বেলা গেল সন্ধ্যা হলো,
আর কি বাকি আছে বলো
কার-বা আশে রইয়াছ বসিয়া রে।।
পাগল মন রে,
আগবাজারে আইল যারা
বেপার করিল তারা,
ভরল নৌকা হীরামুক্তা দিয়া
শেষবাজারে দোকান খুলে,
সব হরাইলাম লাভে মূলে
পাগল মন রে, মহাজনকে বুঝাব কী করিয়া রে।।
পাগল মন রে,
পুঁজি ছিল ষোলোআনা,
বেপার করিতে দু’না
এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া
কাম কামিনীর ফেরে পড়ে,
নাও ভিড়াইলাম মদনপুরে
পাগল মন রে, সোনা নিল শিসা বদল দিয়া রে।।
পাগল মন রে,
আকাশে ডুবিল বেলা,
সঙ্গে ছয়টা চোরশালা
সন্ধ্যা বেলা আমায় গেল থইয়া
বিপদে মুর্শিদ ভরসা,
বলে পাগল দুর্বিন শাহ্
পাগল মন রে, দয়া হলে নিবে উদ্ধারিয়া রে।।
বেলা গেল সন্ধ্যা হলো | Bela Gelo Sondhya Holo | দুর্বিন শাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *