স্নেহের কাঙাল আমি চিরকাল | Sneher Kangal Ami Chirokal | Song Lyrics

স্নেহের কাঙাল আমি চিরকাল
Sneher Kangal Ami Chirokal
কন্ঠ-অজয় চক্রবর্তী
অ্যালবাম-সমর্পণ
স্নেহের কাঙাল আমি চিরকাল
মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি।
স্নেহের কাঙাল মাগো স্নেহের কাঙাল
আমি চিরকাল;
মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি।
স্নেহের কাঙাল আমি চিরকাল।
ভালবাসি মাগো তোর রুদ্র রুপ।।
ভালবাসি তোর হাসির মাধুরী।।
স্নেহের কাঙাল আমি চিরকাল
মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি
স্নেহের কাঙাল আমি চিরকাল।
সুখের ছলনে দুঃখের দলনে,
হতাশার খনি দংশে ফিরে ফিরে।।
মায়ার নিগড়ে বাঁধিয়ো না আর
মা মাগো মায়ার নিগড়ে
বাঁধিয়ো না আর;
কাতরে ডাকি মা।।
কারো কৃপা করি।
স্নেহের কাঙাল আমি চিরকাল
মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি।
স্নেহের কাঙাল আমি চিরকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *